Quantcast
Channel: Global Voices বাংলা ভার্সন »ওমান
Viewing all articles
Browse latest Browse all 10

আরব বিশ্বঃ বিদায় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

$
0
0

কলম্বিয়ার নোবেল বিজয়ী সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মৃত্যুতে শোক পালন করছেন আরব নেটিজেনরা। ৮৭ বছর বয়সী মার্কেজ মেক্সিকো সিটির তার বাড়িতে গত বৃহস্পতিবার মারা ​যান।   

টুইটারে ইয়াসমিন জহদি তাঁর সম্পর্কে যা লিখেছেন তা অনেকেরই মনের কথা: 

মার্কেজ মৃত – আজ অল্প কিছু যাদু পৃথিবী ত্যাগ করল। 

জর্দানিয়ান শাদেন আব্দেলরহমান নোট লিখেছেন [আরবি ভাষায়]:

আমার হৃদয় আজ রাতে বিষণ্ণ #মার্কেজ

এবং মরক্কোর লেখক লায়লা লালামি ব্যাখ্যা করেছেন: 

গর্বের কুলশ, ক্ষমতার দুর্নীতি এবং ভালবাসার বিমোচন সম্পর্কে তাঁর মতো আর কেউ এতো ভালো লিখেননি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আমি আপনাকে মিস করব। 

এছাড়াও তিনি তার নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে লিখা আছে, নির্জনতার এক শত বছর। একজন লেখিকা হিসাবে এটা পড়ার প্রভাব তার উপর ছিল: 

আমার বয়স ২৩, ‘নির্জনতার এক শত বছর’ পড়ছি এবং ভাবছি, এর পরে লিখতে হলে আমি জাহান্নামকে কিভাবে অনুমান করব ? ছবি।   

ইউ এ ই কলাম লেখক সুলতান আল কাসেমিও সেই একই বই পড়ার স্মৃতি শেয়ার করে টুইট করেছেন: 

শান্তিতে ঘুমাও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ১০ বছর আগে “নির্জনতার এক শত বছর” পড়ার কথা মনে পড়ছে। তখন আমার বাবার মৃত্যুর অল্পকাল পূর্বে আমি হাসপাতালে ছিলাম। 

এই উপলক্ষ ব্যবহার করে মোহাম্মদ আব্দেলরহমান আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বটাফ্লিকাকে মজার খোঁচা দিয়েছেন। প্রেসিডেন্ট আব্দেল আজিজ ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন এবং ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও আজ (১৯, এপ্রিল, ২০১৪) তিনি আবার চতুর্থ মেয়াদের জন্য [আরবী ভাষায়] নির্বাচিত হয়েছেন: 

বটাফ্লিকা ছাড়া সমস্ত বিশ্ব নেতৃবৃন্দ মার্কেজের জন্য শোক প্রকাশ করছেন, যিনি তাঁর আগেই মারা গেছেন।  

বাহরাইনের ইয়াদ ইব্রাহিম বলেছেন: 

শান্তিতে ঘুমান গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। আপনার বই ভবিষ্যৎ শতাব্দী ধরে অনুপ্রাণিত করে যাবে। 

আর ওমানি নাভান সালেম [আরবি ভাষায়] উপসংহারে বলেছেন:

বিদায় মার্কেজ।

আপনার মৃত্যুর পরেও আপনার উদ্ভাবন জীবিত থাকবে।

​​আপনার মত যারা​​ বুদ্ধি ও সাহিত্যের আশ্চর্য আগুন প্রজ্বলিত করে যান, তাঁদের কখনও মৃত্যু হয় না।  


Viewing all articles
Browse latest Browse all 10

Trending Articles